রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হতে যাচ্ছে সেপ্টেম্বরে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকের পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক পরিষদের (ইইএফ) সম্মেলনের ফাঁকে এ বৈঠক করবেন দুই নেতা।
রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানান। তিনি জানান, ১১-১৩ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ইইএফের সম্মেলনে এশিয়ার অনেক নেতা যোগ দেবেন। সেখানেই এক ফাঁকে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পর বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই দেশের প্রেসিডেন্ট। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে কিছু বলেননি পেসকভ।
বিডি প্রতিদিন/এ মজুমদার