ফের শিরোনামে ভারতের ভোপাল। যে স্কুল ভ্যানে বাড়ি ফেরার কথা, সেই ভ্যানের ভিতরেই ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির এক ছাত্রী। ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত সেই ভ্যান চালককে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।
তবে সেই অভিযুক্ত দাবি করেছে, তার নাকি ১৭ বছর বয়স, অর্থাৎ সে নাবালক। তবে সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় সেই ভ্যান চালকের লালসার শিকার হয় স্কুল ছাত্রীটি।
ঘটনার দিন বাড়ি এসেই মা’কে ঘটনার কথা জানায়। প্রথমে ভয়ে নাম বলতে না পারলেও পরে মা জোর করায় অভিযুক্তের নাম জানায়। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। আটক করা হয় সেই ভ্যানের চালককে।
ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে স্কুলের গাফিলতির কথাও উঠছে। কারণ সেই ভ্যানটি ভাড়া নেওয়া হয়েছিল স্কুল কর্তৃপক্ষের তরফেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর