আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আগুন লেগে অন্তত ৫০ জন নিহত ও আরও শতাধিক লোক আহত হয়েছেন। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সেন্ট্রাল প্রদেশের অন্তর্বর্তী গভর্নর অতৌ মাতুবুয়ানা এনকুলুকির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানান, রাজধানী কিনশাসার সঙ্গে প্রধান বন্দর শহর মাতাদির সংযোগ স্থাপনকারী সড়কটিতে এ দুর্ঘটনার পর দ্রুতই আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম