রাশিয়া যে সিদ্ধান্ত থেকে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে, তা মস্কোর জন্য একটা বড় রকমের ভুল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ জানিয়েছেন বোল্টন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ানো মোটেই ঠিক হবে না। বোল্টন বলেন, সিরিয়াকে এস-৩০০ দেয়ার বিষয়ে যে খবর শুনছি, তা যদি সত্যি হয় তাহলে মস্কোর তা পুনর্বিবেচনা করা উচিত।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার কাজ শেষ করেছে। সিরিয়াকে এ ব্যবস্থা দেয়া হলে তা তেল আবিবের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বলে ইসরায়েল যে উদ্বেগ প্রকাশ করেছিল কার্যত তা উপেক্ষা করেই দামেস্ককে এটি সরবরাহ করা হলো।
সের্গেই শোইগু আরো বলেছেন, সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে কাজ করা রুশ সেনাদের সুরক্ষায় যথেষ্ট পরিমাণে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, যেসব নতুন পদক্ষেপ আমরা নিয়েছি, তাতে মাথা গরম পক্ষের মাথা ঠাণ্ডা হবে।
সিরিয়াকে এস-৩০০ দেওয়ার পাশাপাশি মস্কো রাডার সিগনাল জ্যামার বসাবারও সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভূমধ্যসাগরের দিক থেকে কোনো যুদ্ধ বিমান হামলা চালাতে না পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার