পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় জবাবদিহি সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিট ব্যুরো (এনএবি)। গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে শাহবাজ শরিফকে। শনিবার শাহবাজকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করে লাহোরে দেশটির অ্যাকাউন্টিবিলিটি আদালত। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) পক্ষ থেকে ওই রিমান্ড আবেদন করা হয়েছিল।
এর আগে শুক্রবার লাহোরে নিজের দফতর থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহবাজকে আশিয়ানা-ই-ইকবাল হাউসিং দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিট ব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে আটক করা হয়েছে।
আগামী ১৪ অক্টোবর লাহোরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতিকে গ্রেফতার করা হলো। মুসলিম লীগ-নওয়াজ এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে, সংসদের বিরোধী দলীয় নেতাকে স্পিকারের অনুমতি ছাড়া গ্রেফতারের বিধান নেই। এটি একটি বেআইনি পদক্ষেপ।
বিডি প্রতিদিন/এ মজুমদার