সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে শুরু হওয়া যুদ্ধে শেষ পর্যন্ত জিতলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। শনিবার সিনেটরদের ভোট পেয়ে তার মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহ শপথ নিয়েছেন।
এর আগে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন ক্যালিফোর্নিয়ার এক অধ্যাপক। যা অস্বীকার করেছিলেন তিনি। পরে এ নিয়ে তদন্ত করেছিল এফবিআই। কাভানাহর বিরুদ্ধে রাজধানীর ওয়াশিংটনের বিক্ষোভ করেছিলেন শত শত মানুষ। পুলিশও ব্যাপক ধরপাকড় চালিয়েছিল। শেষ পর্যন্ত সিনেটররা কাভানাহকেই সমর্থন জানিয়েছেন।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। বিচারপতি নিয়োগ যুদ্ধে কাভানাহর উতরে যাওয়াকে অনেকে ট্রাম্পের বিশাল রাজনৈতিক জয় বলে আখ্যা দিয়েছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা