পরমাণু ইস্যুতে এখনও উত্তপ্ত উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া গেছেন। সেখানে তিনি পরমাণু নিরস্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিতীয় বৈঠকের অগ্রগতি নিয়ে দেশটির নেতা কিম জং উনের সাথে আলোচনা করেছেন।
বৈঠকের পর সোমবার পম্পেও জানান, আন্তর্জাতিক পরিদর্শকদের উত্তর কোরিয়ার ধ্বংসকৃত পারমাণবিক পরীক্ষার সাইট পরিদর্শন করতে দেয়া হবে।
এ ব্যাপারে তিনি বলেন, পারমানবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেয়ার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সিঙ্গাপুরে কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল তা এগিয়ে নিতে পম্পেও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে রবিবার পিয়ংইয়ং এ বৈঠক করেন।
পম্পেও বলেন, ‘ধ্বংসকৃত পারমাণবিক পরীক্ষার সাইট পুংগেই-রি দেখতে ‘চেয়ারম্যান কিম বলেছেন, পরিদর্শনের অনুমতি দিতে তার সম্মতি রয়েছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ