জাপানের দক্ষিণাঞ্চলের একটি চিড়িয়াখানায় সাদা বাঘের (হোয়াইট টাইগার) আক্রমণে সেখানকার এক রক্ষী মারা গেছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘একজন চিড়িয়াখানা রক্ষককে খাঁচার ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগরী কাগোশিমার হিরাকাওয়া জুলজিক্যাল পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গণমাধ্যমে বলা হয়, ৪০ বছর বয়সী আকিরা ফুরুশোর গলা থেকে রক্ত ঝড়ছিল। কর্মকর্তারাদের ধারণা একটি বিরল প্রজাতির ওয়াইট টাইগার তাকে আক্রমণ করে। চিড়িয়াখানায় চারটি হোয়াইট টাইগার রয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, হামলার পর ট্রাঙ্কিলাইজার গান দিয়ে বাঘটিকে শান্ত করা হয়। বাঘটির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম