কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার পর উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছিল ভারত। অন্যদিকে, আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়া দিল্লিকে দেখে নেওয়ার পাল্টা হুমকি এসেছে।
এসব হুমকির মধ্যেই ফের সীমান্ত অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছে ভারত। মিরাজ ২০০০ বিমানের সাহায্যে ক্রমাগত হামলা চালায় ভারতীয় বিমান সেনারা। বালাকোটে বড়সড় বিস্ফোরণ ঘটায় ভারতীয় যুদ্ধবিমান।
এ ব্যাপারে পাকিস্তান সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর ট্যুইট করে দাবি করেছেন, ‘ভারতীয় বিমান সেনারা নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পাকিস্তানে প্রবেশ করেছিল। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি বিমান সেনারাও। বাধ্য করা হয়েছে ভারতীয় যুদ্ধ বিমানকে ফিরে যেতে।’
তিনি আরও জানিয়েছেন, ‘মুজাফফরাবাদ-এর দিক থেকে পাকিস্তানে ঢোকে ভারতীয় যুদ্ধবিমান।’
পরবর্তীতে আরও এক টুইটে তিনি জানান, সময় মতো উপযুক্ত সাড়া দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ফলে পাকিস্তান বাহিনীর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে ভারতীয় সেনারা।
এছাড়া ভারতীয় বিমান বাহিনী কোন অবকাঠামোতে হামলা করতে পারেনি এবং এই হামলায় কোন হতাহতের ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে পাকিস্তান।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ