জার্মানিতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক রুশ নারী ধনকুবের নিহত হয়েছেন।
নিহতের নাম নাতালিয়া ফিলেইভা (৫৫)। তিনি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা সাইবেরিয়া এয়ারলাইনস-এর (এস-৭) মালিক।
জানা গেছে, ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্সের কান শহর থেকে দেশে ফিরছিলেন নাতালিয়া।
জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে ৬-সিট বিশিষ্ট এক ইঞ্জিনের ওই বিমানটি রবিবার বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের পাইলটসহ তিন যাত্রীই মারা গেছেন।
প্রসঙ্গত, ফোর্বস ম্যাগাজিন বলছে, নাতালিয়ার মোট সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার।
সূত্র: এপি
বিডি প্রতিদিন/কালাম