শ্রীলংকায় হামলাকারীদের সন্ধান ও উৎখাত করতে দরকার হলে পাকিস্তানের সহায়তা নেব। আমাদের গোয়েন্দারা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। সব অপরাধীদের বাগে আনতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে কাজ করব আমরা।
হিন্দুস্থান টাইমসে শুক্রবারে প্রকাশিত এক সাক্ষাতকারে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে এ কথা বলেন।
তিনি বলেন, আমি দেখছি, এই মর্মান্তিক ঘটনা আমাদের দেশগুলোর মধ্যে বিরাজ করা আস্থাকে আরও মজবুত করেছে। এতে আমাদের মধ্যে সহযোগিতাও বেড়েছে।
শ্রীলংকায় মুসলিমবিদ্বেষী মনোভাব নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এমন পরিস্থিতির উন্নতি ঘটেছিল। তখন সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে বেশ চাপে রাখা হয়েছিল। কিন্তু ২০১৫ সালের পর মুসলিমবিদ্বেষী মনোভাবকে বাড়তে দেয়া হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন