শ্রীলঙ্কায় জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। পূর্ব দেশটির আম্পারা জেলার সাম্মানথুরিতে সন্দেহভাজন জঙ্গিদের আস্থানায় অভিযান চালানোর চেষ্টা করতেই পরপর তিনটি বিস্ফোরণ ঘটায় তারা।
ইস্টার সানডেতে দেশটির রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও বিলাসবহুল হোটেলে হামলায় জড়িত সন্দহে ১৪০ জন সন্দেহভাজনকে খুঁজছে শ্রীলঙ্কা পুলিশ।
শুক্রবার তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় পুলিশের।
শ্রীলঙ্কা পুলিশ ও সেনাদের দাবি এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক।
পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশকিছু ইউনিফর্ম ও আইএস-এর প্রতীক। এছাড়াও পাওয়া গেছে ৫০টি জিলেটিন স্টিক, ১ লাখ ধাতব বল, একটি ড্রোন ক্যামেরা।
উল্লেখ্য, ২১ এপ্রিল শ্রীলঙ্কার ৮টি জায়াগায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা গিয়ে ২৫৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ ভারতীয়সহ মোট ৩৮ জন বিদেশি রয়েছেন। ঘটনার পেছনে ন্যাশনাল তৌহিদ জামাতের যোগাযোগ রয়েছে বলে পুলিশের দাবি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম