শ্রীলঙ্কায় সন্দেহভাজন ইসলামিক এস্টেটের (আইএস) আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ৬ শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
অভিযানের সময় সেখানে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কালমুনাই শহরে এ ঘটনা ঘটে। খবর দ্য মিররের।
সামরিক মুখপাত্র সুমিথ আতাপাত্তু বলেন, সেনা সদস্যরা যখন একটি বাড়িতে ঢুকতে চেষ্টা করেন, তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
পুলিশ বলছে, বাড়িটির ভেতরে তিন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে অন্য তিন নারী ও ছয় শিশুকে হত্যা করেন। এছাড়াও আরও তিন ব্যক্তিকে ঘরের বাইরে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারাও আত্মঘাতী হামলাকারী।
উল্লেখ্য, গত রবিবার ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি হোটেল ও তিনটি গির্জা ছাড়াও আরও দুটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোর করতে ইতিমধ্যে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম