পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল পাপুয়া নিউগিনির পূর্ব নিউ ব্রিটেনের কোকোপো শহরের ৪৮ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) উত্তর-পূর্বে। আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল)।
কোকোপো ভিত্তিক এএফপির সাংবাদিক জানান, ভূমিকম্পের পর থেকে শহরের বিদ্যুৎ নেই। মানুষ নিরাপদে তাদের বাসা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৯/মাহবুব