২৪ জুন, ২০১৯ ০৫:০৭

‘যুদ্ধ বাঁধলে কোনও মার্কিন সেনা প্রাণে বাঁচবে না’

অনলাইন ডেস্ক

‘যুদ্ধ বাঁধলে কোনও মার্কিন সেনা প্রাণে বাঁচবে না’

পরমাণু অস্ত্র কর্মসূচিতে বাধা দিতে ইরানের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে ইরান জানিয়েছে, যুদ্ধ বাধলে কোনও মার্কিন সেনা প্রাণে বাঁচবে না।  

এই সময় এক প্রতিবেদনে জানায়, গল্ফ অঞ্চলে যে কোনও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে এই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর সদস্যদের জীবন নিয়ে সংশয় দেখা দিতে পারে বলেও হুমকি দিয়েছে ইরান।

চলতি সপ্তাহে একটি মানববিহীন মার্কিন ড্রোন গুলি করে ধ্বংস করেছে ইরান। যার জেরে দু'দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এতে দেড়শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল। যে কারণে সরাসরি সামরিক অভিযানের পথ থেকে সরে আসে হোয়াইট হাউজ। 

উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটন-তেহরান ধারাবাহিক উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে অস্থিরতা। কয়েক দিন আগেই মধ্যপ্রাচ্যে আরও এক হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র : এই সময়

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর