শিরোনাম
১৭ জুলাই, ২০১৯ ১১:০২

মিয়ানমারের সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সংখ্যালঘু রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলে ভূমিকা রাখায় মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ওপর যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমন নিষ্ঠুর কর্মযজ্ঞে ভূমিকার রাখায় মিয়ানমারের আরও তিন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাইক পম্পেও বলেন, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম সরকার হিসেবে মিয়ানমারের সেনাবাহিনীর বিষয়ে জনসম্মুখে কোনো পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা গত দুই বছর আগে রাখাইনে সহিংসতার সঙ্গে যুক্ত ছিল এবং তার বিশ্বাসযোগ্য প্রমাণ যুক্তরাষ্ট্র পেয়েছে। যে সহিংসতার কারণে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর