১৮ জুলাই, ২০১৯ ১২:৫১

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে আগুন, ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে আগুন, ১২ জনের মৃত্যু

জাপানের পশ্চিমাঞ্চলে কিয়োটো অ্যানিমশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। আজ বৃহস্পতিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। আহতদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলে কিওটো নগর দমকল বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন। খবর আলজাজিরার।

অনুমান করা হচ্ছে, অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন বহু মানুষ। আগুন লাগার পিছনে কারণ কী তার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে অ্যানিমেশন স্টুডিওতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সন্দেহে গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশের দাবি স্টুডিও’র চারপাশে গ্যাসোলিন ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় ওই ব্যক্তি।

রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়। উল্লেখ্য, স্টুডিওটি ‘সাউন্ড! ইফোনিয়াম’ সিরিজ তৈরি করে আসছিল এবং তাদের ‘ফ্রি! রোড টু দ্য ওয়ার্ল্ড- দ্য ড্রিম’ নামের সিনেমাটি চলতি মাসে রিলিজ হওয়ার কথা। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর