নাটোরের লালপুরের শ্রীরামগাড়ি এলাকা থেকে ট্রেনের ২৬৫০ লিটার চোরাই তেল (ডিজেল) ও ১টি ইজিবাইকসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
গতরাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের শ্রীরামগাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১টি ইজিবাইকসহ ১৩টি ড্রামে রক্ষিত ট্রেনের ২৬৫০ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধার করে। এ সময় চানঁ মিয়া, বিপুল শেখ, মিজাউল ইসলাম ও সাহেদুল ইসলাম নামে চারজনকে গ্রেফতার করা হয়।
এই চোরাই জ্বালানী তেল বিক্রির উদ্যেশ্যে ঘটনাস্থলে গ্রেফতারকৃতরা অবস্থান করছিল বলে জানিয়েছেন র্যাব-৫এর নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ