ভারতের ব্যর্থ চন্দ্রাভিযান নিয়ে কটাক্ষ করে বিপাকে পড়েছেন পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তাকে নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আতাউর রহমান নামে একজন বলেছেন, ভারতের সমালোচনা করা ভুল। চাঁদের এত কাছে যাওয়া ভারতের জন্য এটাই অনেক বড় সাফল্য। পাকিস্তান সেদিক দিয়ে এখনও অনেক দশক পিছনে পড়ে আছে। ভারতের ব্যর্থতায় আনন্দ না করে পাকিস্তানের উচিত মহাকাশ বিজ্ঞানে মনোযোগ দেওয়া।
কেউ লিখেছেন, এই মন্ত্রী বোকা বাচ্চাদের মত মন্তব্য করেছেন। আবার কেউ লিখেছেন, এমন মন্তব্য করে পাকিস্তানকে আর কত লজ্জায় ফেলবেন।
নিলুফা জাহান নামে আরেকজন লিখেছেন, ফাওয়াদ চৌধুরী মহাকাশ সম্পর্কে আদৌ কি কিছু জানেন।
এছাড়া পাকিস্তানের আরও অনেকে সামাজিক মাধ্যম ব্যবহারকারী ফাওয়াদ চৌধুরীর কড়া সমালোচনা করেছেন।
শনিবার ফাওয়াদ চৌধুরী ভারতের চন্দ্রযান-২ কে খেলনার সঙ্গে তুলনা করে টুইটারে লিখেন, ‘ভাই চাঁদের বদলে খেলনাটা সোজা মুম্বাইয়ে নেমে পড়েছে।’
টুইটারে অপর আরেকটি পোস্টে ভারতকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘আও... যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া।’ ভারত ইন্ডিয়ার বানান যেভাবে লিখে তার বদলে তিনি ইংরেজিতে ‘এন্ডিয়া’ লিখেছেন। সূত্র: নিউজ১৮
বিডি প্রতিদিন/কালাম