হ্যাকারদের নিশানা থেকে বাদ পড়ল না পাকিস্তানের জাতীয় ব্রডকাস্টিং পরিসেবাও। পাকিস্তানের জাতীয় ঘোষক পরিসেবা রেডিও পাকিস্তানের ওয়েবসাইট রবিবার হ্যাক করা হয়। সরকারি সূত্রে যা জানানো হয়েছে।
ওয়েবসাইটে একটি ম্যাসেজে লেখা থাকে হ্যালো অ্যাডমিন, আপনি সুরক্ষিত। আমাদের চোখ আপনাদের উপরে রয়েছে। পাকিস্তান জিন্দাবাদ। এই হ্যাকাররা ক্র্যাশরুলার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই ওয়েবসাইট পরে উদ্ধার করা গেলেও তা পুরোপুরিভাবে কার্যকর হয়ে ওঠেনি।
যদিও তিন মাস আগে পাকিস্তানের আরও সরকারি দফতরের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট হ্যাক করার কথা এই হ্যাকারদের টুইটারের মাধ্যমে জানা যায়। তবে তা যাচাই করা হয়নি। যদিও কারা এই হ্যাক করেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি।
জানা গেছে, তবে ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির মধ্যে দুই দেশের হ্যাকাররাও বেশ ভালো ভাবেই যোগদান করছে।
বিডি প্রতিদিন/০৯ সেপ্টেম্বর, ২০১৯/আরাফাত