ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, পরমাণু ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়া উচিত। মঙ্গলবার, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় এ কথা বলেন তিনি। খবর গার্ডিয়ান'র।
ইমানুয়েল ম্যাকরন আরো বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বা জেসিপিওএ-কে রক্ষার জন্য আমেরিকা, ইরান, চুক্তির সঙ্গে সম্পৃক্ত অন্য দেশ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সংলাপে অংশ নিতে হবে।
ম্যাকরন বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে আমি এখন আন্তরিকভাবে বিশ্বাস করি যে, আমেরিকা, ইরান পরমাণু সমঝোতার অন্য দেশগুলো এবং আঞ্চলিক দেশগুলোর আলোচনায় অংশ নেয়ার সময় এসেছে। নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য এ ধরনের আলোচনার কোনো বিকল্প নেই।
বিডি প্রতিদিন/হিমেল