মোদির প্রশংসায় ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলে আখ্যায়িত করেন তিনি। একই সঙ্গে মোদির মেজাজ ও স্পিরিটের প্রশংসা করে তাকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গে তুলনা করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে, মোদি ও তার নেতৃত্বাধীন সরকারেরও প্রশংসা শোনা যায় মার্কিন প্রেসিডেন্ট্রের মুখে।
ট্রাম্প বলেন, ‘আগে ভারতের অবস্থা খারাপ ছিল। যা নিয়ে ভারতবাসীদের মধ্যে অসন্তোষ ছিল কিন্তু, মোদি সবাইকে একত্রিত করে কাজ করছেন। হয়তো উনিই ফাদার অব ইন্ডিয়া। আমরা তো ফাদার অব ইন্ডিয়াই বলে থাকি।
রবিবার হিউস্টনের সভায় ট্রাম্পের প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মোদি। এমনকী আমেরিকায় নির্বাচনের আগে কিছুটা আগ বাড়িয়েই বলেছিলেন, ‘আব কি বার ট্রাম্প সরকার’। যা ঘিরে দেশের মাটিতে সরব হয়েছিল বিরোধিরা। মঙ্গলবার যেন, সেই প্রশংসারই প্রত্যুত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/শফিক