৩৭০ ধারা বিলোপ করে পাকিস্তানের কাশ্মীর দখলের কথা বলছে ভারত। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গিরা। ৩৭০ ধারা বাতিল করার মূল ভূমিকায় ছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ, তাই তারা এখন জয়েশের হিটলিস্টে। যে কোনও সময় হামলা চালানো হতে পারে তাদের উপর। তবে বাদ দেওয়া হয়নি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও। এই তিনজনকে নিশানায় রেখেছে জয়েশ-ই-মোহাম্মদ। এমন হুমকির পর ভারতজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সম্প্রতি ভারতের ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি একটি চিঠি পায়। সেই চিঠিতে মোদি, অমিত শাহ এবং অজিত দোভালকে টার্গেট করার কথা উল্লেখ করে জয়েশ। তাতে লেখা হয়েছে, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার বদলা নেওয়া হবে। ওই চিঠিতে ৩০টি শহরকেও টার্গেট করেছে জঙ্গিরা। হুমকি দিয়ে বলা হয়েছে, ‘জম্মু, পাঠানকোট, অমৃতসর, জয়পুর, গান্ধীনগর, কানপুর, লখনউয়ের মতো শহরে হামলার পরিকল্পনা করছে জয়েশ-ই-মোহাম্মদ। নিশানায় রয়েছে চারটি এয়ারপোর্টও। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/শফিক