টিভিতে দেখা কার্টুনের চরিত্রের নকল করতে গিয়ে প্রাণ হারালো পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র। স্কুল থেকে বাড়ি ফিরে বাথরুমে গিয়ে বেল্টের ফাঁস গলায় লেগে সোমবার মৃত্যু হল ভারতের হাওড়ার বাসিন্দা প্রত্যুষ জয়সোয়ালের(১০)।
পরিবার সূত্রে জানা গেছে, হাওড়া ময়দানে মারিয়াস ডে স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। ছোটবেলা থেকেই টিভিতে কার্টুন চ্যানেলে দেখা প্রিয় চরিত্রদের নকল করত প্রত্যুষ। কখনও ডোরেমনকে নকল করে লাফিয়ে উঠত, তো কখনও অন্য কোনো পছন্দের কার্টুন চরিত্রকে নকল করে খাট থেকে লাফিয়ে মাটিয়ে নামত সে।
ঘটনার দিন স্কুল থেকে বৈকুন্ঠ চ্যাটার্জি লেনের বাড়িতে ফিরে বাথরুমে যায় সে। দীর্ঘক্ষণ বাথরুম থেকে বেরিয়ে না আসায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। বারে বারে তাকে ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায় গলায় বেল্ট আটকে ছাদের সঙ্গে ঝুলছে প্রত্যুষ। তাকে সঙ্গে সঙ্গে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগেও কার্টুন চরিত্রকে নকল করতে গিয়ে শিশুদের নানা ধরণের অস্বাভাবিক কাজ করার সাক্ষী রয়েছে ভারতের হাওড়া শহর। সেই হাওড়ায় আবারও কার্টুনের নকল করতে গিয়ে মৃত্যু হল স্কুলছাত্রের।
বিডি-প্রতিদিন/শফিক