ভারতের আহমেদাবাদ রেল স্টেশনে একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে যায় এক তরুণের। প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে প্রায় ট্রেনের নীচে চলেই যাচ্ছিলেন তিনি। কিন্তু রেল পুলিশের তৎপরতায় শেষ মুহূর্তে তাকে উদ্ধার করা সম্ভব হয়। খবর এনডিটিভি ও এই সময়ের।
জানা গেছে, দুর্ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে ছুটে আসেন ভারতীয় রেলের সুরক্ষা বাহিনীর কর্মীরা। তাদের জন্যই শেষ পর্যন্ত ওই তরুণকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে চলন্ত ট্রেনটিতে চড়তে গিয়ে ওই তরুণ নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং গতি বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেন থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন সেই সময়েই তাকে ধরে ফেলেন আরপিএফের কর্মীরা।
ভারতের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচেতনতা প্রচার হিসেবে এই ভিডিওটি টুইট করা হয়। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা যে কতটা ঝুঁকির হতে পারে, সেটাই এই ভিডিও’র মাধ্যমে বার্তা দেয় ইন্ডিয়ান রেল। আশ্রম এক্সপ্রেস ট্রেনটি চলতে শুরু করলে ছুটে এসে তাতে ওঠার চেষ্টা করেন তরুণ। কিন্তু পা পিছলে যায় তার। এসময় আরপিএফ-এর দুইকর্মী প্রাণপণ চেষ্টা করে তাকে ধরে ফেলে ট্রেনের ভেতরে ঢুকিয়ে দেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...
বিডি-প্রতিদিন/শফিক