ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ বুধবার নিয়মিত প্রশিক্ষণকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হলেও এর দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বিমানে একজন গ্রুপ ক্যাপ্টেন এবং একজন স্কোয়াড্রন লিডার ছিলেন। ভারতীয় বিমান বাহিনীর বহরে থাকা মিগ-২১ বিমান বিধ্বস্তের এটি সর্বশেষ ঘটনা।
এর আগে, গত মার্চ মাসে রাজস্থান প্রদেশে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি মিগ-২১ বিধ্বস্ত হয়। বিমানের ইঞ্জিনের গোলযোগের কারণে ওই দুর্ঘটনা ঘটলেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ভারতে যুদ্ধবিমান দুর্ঘটনায় ১৭০ জনের বেশি পাইলট এবং ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়া বিমানের বেশিরভাগই মিগ-২১।
ভারতীয় গণমাধ্যমের অন্য এক হিসাবে বলা হয়েছে, ১৯৬৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটিতে ২১০টি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এছাড়া, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টারসহ মোট ২৭টি এয়ারক্রাফট হারিয়েছে।
এদিকে, রাজ্যসভার এক হিসাব মতে- গত ৪০ বছরে ভারতীয় বহরের ৮৭২টি মিগ বিমানের অর্ধেকের বেশি বিধ্বস্ত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় ভারতের একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছিল। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক