মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অজ্ঞ ও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রাম্প ভারতের জাতির জনক বলে অভিহিত করায় ওয়াইসি আজ (বুধবার) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
ট্রাম্পকে ‘অশিক্ষিত’ বলে অভিহিত করে ওয়াইসি বলেন, ‘জাতির জনক’ উপাধি কেবল মহাত্মা গান্ধীর জন্যই সংরক্ষিত। যিনি ভালবাসা, বহুত্ববাদ ও ভাতৃত্বের টানে গোটা দেশকে বাঁধতে চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। গান্ধী ও ভারত সম্পর্কে তাঁর কোনও জ্ঞানই নেই!’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলে অভিহিত করেন। এরপরই ট্রাম্পের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা।
ট্রাম্প অবশ্য বিখ্যাত মার্কিন গায়ক এলভিস প্রেসলির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করায় ওয়াইসি তাঁর সমর্থন করেছেন। ট্রাম্প বলেন, ‘নরেন্দ্র মোদি একসঙ্গে অনেক মানুষকে জমায়েত করার ক্ষমতা রাখেন। কোনও বিরাট জমায়েতকে মন্ত্রমুগ্ধ করে দেয়ার ক্ষমতা মোদির আছে। ঠিক যেন এলভিস প্রেসলি!’ সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক