ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভারতের পিতা’ বলে সম্বোধন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনা করেছে কংগ্রেস। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বললেন, মোদিকে যারা ভারতের পিতা মানে না এবং একথায় গর্ব হয়নি, তারা ভারতীয় নয়।
বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জিতেন্দ্র সিং। সেখানেই এই বিষয়ে মন্তব্য করেন তিনি। জিতেন্দ্র বলেন, যে সব ভারতীয় বিদেশে থাকেন, তারা বর্তমানে নিজেদের ভারতীয় হিসেবে ভেবে গর্ব করেন। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিত্বর ফলে।
তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। তার উত্তরে তিনি বলেন, যদি আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনও নিরপেক্ষ ও এত বড় মাপের মন্তব্য করা হয়, তাহলে আমি মনে করি সবার তাতে গর্ব হওয়া উচিত। যে কোনও দল বা আদর্শই তিনি মানুন না কেন, এই মন্তব্য সবাইকে গর্বিত করে। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে কোনও মার্কিন প্রেসিডেন্ট এই ধরণের মন্তব্য করলেন। যদি এই কথার পর কারও গর্ব না হয়, তাহলে তিনি ভারতীয় নন।
ট্রাম্পের এই মন্তব্যের পর থেকে সমালোচনা করেছে কংগ্রেস। তাদের বক্তব্য মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। একই উপাধি একের বেশি ব্যক্তিকে দেওয়া যায় না। এই প্রশ্নের উত্তরে জিতেন্দ্র সিং বলেন, তাহলে কংগ্রেসের উচিত ট্রাম্পের সঙ্গে তর্ক করা। কারণ, তিনি এই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বা কোনও বিজেপি নেতা তা বলেননি। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক