ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের একজন মন্ত্রীকে আটক করেছে। আল-কুদস বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে ইহুদিবাদী সেনারা আটক করে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল বুধবার সকালে ইসরাইলি সেনারা হাদামির বাড়িতে হামলা চালায় এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার আগে তার বাড়ি তছনছ করে।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফ্লেড বলেন, আল-কুদস এলাকায় রাজনৈতিক তৎপরতা চালানোর জন্য হাদামিকে আটক করা হয়েছে। ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও হাদামিকে আটকের নিন্দা জানিয়ে বলেছে, আল-কুদস শহরকে ইহুদিকরণ করার পরিকল্পনার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
পিএলও’র নির্বাহী কমিটির সদস্য আদনান আল-হোসেইনি বলেছেন, আল-কুদস শহরের ফিলিস্তিনি নেতাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এসব আটক অভিযান অন্যায় এবং মানবাধিকারের পরিপন্থী। এদিকে, আল-কুদস শহরের ফিলিস্তিনি গভর্নর আদনানকে গেইতকে অজ্ঞাত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইহুদিবাদী ইসরাইল তলব করেছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক