ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ৮৬ বছর বয়সী জ্যাক দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলে প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়।
যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের প্রকাশ্য বিরোধিতা করে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি স্মরণীয় হয়ে আছেন তিনি।
জানা গেছে, জ্যাক শিরাক ১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করে উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে ক্ষমতার শীর্ষে আরোহন করেন।
১৯৯৫ সালে প্রথমবার এবং দ্বিতীয়বার ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তারও আগে ১৮ বছর ধরে প্যারিসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সে দেশের কৃষিমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন জ্যাক।
বিডি প্রতিদিন/আরাফাত