আইসিস বধূ বলে পরিচিত ও বহুল আলোচিত শামীমা বেগম ফের একবার বৃটেনে ফেরার আকুতি জানিয়েছেন। শামীমা বলেছেন, আমি আমার সন্তানদের হারিয়েছি। বন্ধুদের হারিয়েছি। এখন আমি শুধু দেশে (বৃটেন) ফিরতে চাই।
বর্তমানে সিরিয়ায় একটি নতুন বন্দিশিবিরে অবস্থান করছেন তিনি। বৃটেনের ডেইলি মেইল পত্রিকার সাংবাদিক রিচার্ড পেন্ডলবারি সেখানে তাকে খুঁজে বের করেছেন। এই সাংবাদিকের কাছে শামীমা বলেন, তিনি এখন পাল্টে যাওয়া একজন নারী। গত ৬ মাসে বৃটেনের কারো সঙ্গে তার কথা হয়নি।
শামীমা আরও বলেন, আমার মানসিক অবস্থা মোটেও ভালো নেই। শারীরিক দিক দিয়ে ভালো আছি। এখনো আমি একজন যুবতী। রোগ হয় না। এটাও আমার কোনো সমস্যা নয়। তবে রোগ হলো মানসিক। কারণ আমি একটি বাজে অবস্থায় আছি। আমার ভুলের জন্য থেরাপি প্রয়োজন। সব সন্তানকে হারিয়েছি আমি। বিষয়টা খুবই কষ্টের। এখানে যেসব মানুষের সঙ্গে আমি অবস্থান করছি তারা কেউ জানে না আমি কি অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি। তারা আমার স্কুলজীবনের বন্ধুদের মতো নয়, যারা সব সময় আমার সঙ্গে গল্প করতো। আমি কি করতে চাই, তারা তার কিছুই বুঝতে পারে না। এখানে মানসিক স্বাস্থ্যের কোনো বিধান নেই।
এর আগে দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্য ফেরার আর্জি জানান বাংলাদেশি বংশোদ্ভূত ১৯ বছরের ব্রিটিশ এই তরুণী। শামীমার তৃতীয় সন্তান মারা যাওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আমি আমার আগের সব কিছুর জন্য খুবই অনুতপ্ত। যুক্তরাজ্যে ফেরার জন্য দ্বিতীয় বারের মতো একটি সুযোগ চাই।
উল্লেখ্য, যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্কুলপড়ুয়া তিন বান্ধবী একসঙ্গে নিখোঁজ হয়। তিন দিন পর জানা যায় তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সিরিয়ায় পাড়ি দিয়েছেন। সেই তিন মেয়ের একজন শামীমা বেগম। এক সময় যুক্তরাজ্যে ফিরে যাওয়ার আকুতি জানান শামীমা। কিন্তু যুক্তরাজ্য সরকার তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ