বিশ্বের প্রায় প্রতিটি সন্ত্রাসী হামলার সাথেই পাকিস্তানের কোনও না কোনও ধরনের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন রিসার্চ সাউথ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরামের পরিচালক সেগফ্রাইড ও ওলফ।
তিনি বলেন, বিশ্বে যত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এগুলোর প্রত্যেকটির সঙ্গে কোনও না কোনওভাবে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে।
এ সময় আহমাদিয়াদের সম্প্রদায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন সেগফ্রাইড ওলফ। তিনি বলেন, পাকিস্তান আহমাদিয়াদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন থেকে সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে।
শুধু তা-ই নয়, আহমাদিয়ারা পাকিস্তানে চরম বৈষম্যের শিকার। তারা জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন কোনওটাতেই অংশ নিতে পারে না, যোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম