যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিসংশনের জন্য তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করে একটি বিদেশি রাষ্ট্রের কাছে পুনরায় পুননির্বাচিত হতে সহায়তা চেয়েছেন এমন প্রতিবেদন সামনে আসার পর স্পিকার ন্যান্সি পেলোসি এ ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোনে ট্রাম্প সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে সাহায্য করতে বলেছেন। কলটি করার কয়েকদিন আগে প্রেসিড্ন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের ইউক্রেনে ৪০০ মিলিয়ন ডলারের সহায়তা বন্ধের নির্দেশ দেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা