সামরিক শাসন ব্যবহারের মাধ্যমে পাকিস্তান বেলুচিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বলে মন্তব্য করে ফ্রি বেলুচিস্তান মুভমেন্টের কেন্দ্রীয় সদস্য শামস বালুচ বলেছেন, এই দেশটি (পাকিস্তান) শুধু ভারত, আফগানিস্তান ও বেলুচিস্তানের জন্য নয়, বরং গোটা বিশ্ব ও মানবতার জন্যই ভাইরাস।
পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন চলাকালে গণমাধ্যমের কাছে এই বিস্ফোরক প্রতিক্রিয়া জানান মানবাধিকার কর্মী শামস। খবর টাইসনাউনিজের।
তিনি বলেন, আমরা এখানে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরতে চাই। গোটা বিশ্বের কাছে তাদের প্রকৃত মুখোশ উন্মোচন করতে চাই। বিশ্ববাসীকে জানাতে চাই পাকিস্তান মানবতার জন্য একটি কলঙ্ক।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা এরই মধ্যে নিউ ইয়র্কে জড়ো হয়েছেন। বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণে জাতিসংঘের অফিসের বাইরে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করছে বেলুচিস্তানের বেশ কয়েকটি বেসরকারি সংগঠন ও গ্রুপ।
বিডি প্রতিদিন/কালাম