তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার লক্ষ্যে বিদেশি পর্যটকদের জন্য প্রথম বারের মতো দরজা খুলছে সৌদি আরব। বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা চালু করছে দেশটি।
শুক্রবার পর্যটকদের জন্য ৪৯টি দেশের ভিসা ব্যবস্থা চালু করার কথা সৌদি আরবের।
তবে অমুসলিমেরা এখনো পবিত্র নগরী মক্কা-মদিনায় ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া পর্যটকরা মদ্যপানও করতে পারবে না।
এছাড়া নারী পর্যটকদের সুবিধার্থে পোশাকের কড়াকড়িতেও শিথিলতা আনা হচ্ছে। নারী পর্যটকদের স্থানীয়দের মতো বোরকা বা আবায়া পরতে হবে না ঠিকই কিন্তু শালীনতা বজায় রাখতে হবে।
দেশটির পর্যটনমন্ত্রী আহমদ আল-খাতিব জানান, এত দিন হজ, ব্যবসা এবং প্রবাসী কর্মজীবীদের জন্য সৌদি আরবের ভিসা সীমাবদ্ধ ছিল। এখন থেকে সেখানে যুক্ত হচ্ছে পর্যটন ভিসাও।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন