নিউইয়র্কে জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের তরুণ প্রেসিডেন্ট নায়িব বুকেলে। ‘এক সেকেন্ড প্লিজ’ বলে মোবাইল বের করে জাতিসংঘের লোগোসহ সেলফি তুলা শুরু করেন তিনি।
বৃহস্পতিবার বক্তৃতা দিতে গিয়ে এ কাণ্ড করে বসেছেন এল সালভাদরের তরুণ এই প্রেসিডেন্ট।
সেলফি তুলার কাজ শেষ করে নায়িব বলেন, ‘বিশ্বাস করুন, যতো না মানুষ আমার এ বক্তব্য শুনবে, তার চেয়েও অনেক বেশি মানুষ এই সেলফি দেখবে’।
বক্তব্য শেষে এল সালভাদর প্রেসিডেন্ট তার সেই সেলফিটি টুইটারে পোস্ট করেন। দেখা যায় এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এতে ৭ হাজারের বেশি লাইক পড়েছে।
চলতি বছরের জুনে এল সালভাদরের রাজধানী সান সালভাদরের সাবেক এ মেয়র দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তুখোড় এক ভোক্তা। এদিনের বক্তব্যেও এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
উপস্থিত সবার উদ্দেশে নায়িব বলেন, হয়তোবা আগামী কয়েক বছর পরে আমাদের, এই হাজার হাজার মানুষকে অনেক পথ পাড়ি দিয়ে নিউইয়র্কের এই ভবনে আসতে হবে না। ধারাবাহিক ভিডিও সম্মেলনই বাঁচিয়ে দেবে শত শত মিলিয়ন ডলারের ব্যয়ভার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন