গুজরাটের সুরাট আদালতে ‘কেন সব চোরদেরই পদবী মোদি’ মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এই সম্পর্কিত একটি মামলাতেই আদালতে হাজিরা দিয়ে নিজের পক্ষে যুক্তি দেন রাহুল। এদিন আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে রাহুল জানান ‘আমি কিছু ভুল বলিনি।’
ভারতের লোকসভা নির্বাচনের সময় গত ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী প্রচারণায় উপস্থিত থেকে তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন ‘নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি...কিভাবে তাদের সকলের পদবীই মোদি হয়ে গেল? কিভাবে সব চোরেদের পদবীই মোদি হয়ে গেল?’
রাহুলের সেই মন্তব্যের প্রেক্ষিতেই সেসময় গুজরাটের সুরাট আদালতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। তার অভিযোগ ছিল রাহুল গান্ধীর মন্তব্যের মাধ্যমে, গোটা মোদি সম্প্রদায়কেই অপমান করা হয়েছে। এরপর গত মে মাসে রাহুল গান্ধীর বিরুদ্ধে সমন জারি করেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বি.এইচ.কাপাডিয়া।
বৃহস্পতিবার সেই মামলাতেই আদালতে হাজিরা দিয়ে নিজের পক্ষে যুক্তি দেন রাহুল। এদিন রাহুলের আইনজীবি এই মামলার পরবর্তী সব শুনানিতে স্থায়ীভাবে রাহুলকে শারীরিক ভাবে হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানান। যদিও তার বিরোধিতা করেন মোদির আইনজীবি। আদালত এই বিষয়ে তার মতামত দেওয়ার জন্য আগামী ১০ ডিসেম্বর ফের শুনানির দিন নির্ধারণ করে। যদিও ওইদিন রাহুলকে সশরীরে হাজিরা দেওয়ার কোন প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত।
বিডি-প্রতিদিন/শফিক