স্বাস্থ্যগত ঝুঁকি ও মৃত্যুর ঘটনা ঘটায় বিভিন্ন মেয়াদে ই-সিগারেট পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য। এরমধ্যেই চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে ই-সিগারেট পণ্য বিক্রি করবে না। ই-সিগারেটের সঙ্গে ফুসফুসের ব্যাধি ও মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্রুগার কো অ্যান্ড ওয়ালগ্রিন বুটস এলায়েন্স ইঙ্ক এ সপ্তাহে ঘোষণা দিয়েছে তারা নিজেদের স্টোরে ই সিগারেট বিক্রি বন্ধ করবে। এর আগে একই ঘোষণা দিয়েছে ওয়ালমার্ট।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ই-সিগারেটের সঙ্গে ফুসফুসের সমস্যার সম্পর্কিত কারণে গত সপ্তাহে ১৮টি মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি একই সমস্যায় আক্রান্তদের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা