আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তাসহ আট জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বিমানটিতে করে তারা রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা দেন। কিন্তু এ দুর্ঘটনায় বিমানটি থেকে একজন যাত্রীকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানান হয়, বিমানটিতে প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদির ব্যক্তিগত গাড়িচালক, আইনবিষয়ক উপদেষ্টা এবং কয়েকজন সৈনিক ছিলেন।
কঙ্গোর বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটি আকাশে ওড়ার এক ঘণ্টা পরই হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যায়। পরে এটি মানিয়ামা বনের উপর নামতে গিয়ে ভেঙে পড়ে।
ফেলিক্সের উপদেষ্টা বিদিয়ে টিশিমাঙ্গা জানান, এ দুর্ঘটনায় একজনও বাঁচেনি। সাবাই পুড়ে ছাই হয়ে গেছে। তবে বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন