সিরিয়ার অভ্যন্তরে গত তিন দিনের অভিযানে ২৭৭ জনকে হত্যা করেছে তুরস্কের সামরিক বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে বলা হয়, রাতভর চলা অভিযানে আরও ৪৯ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২৭৭ জন সন্ত্রাসী নিহত হলো।
এর আগে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার অভিযানের মাধ্যমে সিরিয়ার ১১টি গ্রামকে সন্ত্রাসমুক্ত করা হয়। এগুলো এখন সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) নিয়ন্ত্রণে আছে।
প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসমুক্ত করতে বুধবার অপারেশন পিস স্প্রিং শুরু করে তুরস্ক। এরপর বৃহস্পতিবার সিরিয়ার উত্তরাঞ্চলে ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে তুরস্কের যুদ্ধবিমান। সেখানে কুর্দিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন