পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গ্রেফতার করল ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(ন্যাব)। গতকাল শুক্রবার তাকে চৌধুরী সুগার মিল মামলায় গ্রেফতার করা হয়। কোট লাখপত জেল থেকে তাকে গ্রেফতারের পর জেরা শুরু করে ন্যাব'র টিম। আজ শনিবার আদালতে হাজির করা হবে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে। সেখানে নওয়াজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ন্যাব।
জানা গেছে, ন্যাব যেখানে তাকে ১৫ দিনের জন্য হেফাজতের আবেদন করেছে, নওয়াজ শরিফের আইনজীবী সেখানে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনওভাবেই এই মামলায় জড়িত ছিলেন না। খবর অনুযায়ী, গত ৪ অক্টোবর নওয়াজ শরিফকে গ্রেফতারের জন্য নির্দেশিকা জারি করেছিলেন ন্যাবের চেয়ারম্যান জাভেদ ইকবাল।
নওয়াজ শরিফের বিরুদ্ধে অভিযোগ, তিনি চৌধুরী মিলের শেয়ার অন্যায্য ভাবে বিক্রি করেছেন। এমনকি নওয়াজ শরিফের পরিবারের বিরুদ্ধেও এই মামলায় জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। চৌধুরী মিলের কেলেঙ্কারিতে আগস্ট মাসে গ্রেফতার করা হয় নওয়াজ কন্যা মরিয়ামকে। এছাড়া এই মামলায় নাম জড়িয়েছে তার ভাইপো ইউসুফ আব্বাসেরও।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ