লেবানন সরকারের নতুন করে কর আরোপের পরিকল্পনা ঘিরে দেশটির জনগণ রাস্তায় নেমে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে। এদিকে অর্থনৈতিক সঙ্কট সমাধানে জোট সরকারের অংশীদারদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি চলমান এ সঙ্কটের জন্য জোটের অংশীদারদেরই দায়ী করেছেন।
জাতির উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় হারিরি বলেন, আমি আমার অংশীদারদের ৭২ ঘণ্টা সময় দিচ্ছি, যাতে একটা সমাধান বেরিয়ে আসে, সে সমাধান জনগণ ও আন্তর্জাতিক অংশীদাররা মেনে নেবে।
তবে হারিরি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন জনতা রাজধানীর বৈরুতে জাতীয় পতাকা নাড়িয়ে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছেন সে সরকারের নেতৃত্ব দিচ্ছেন হারিরি, প্রেসিডেন্ট মিশেল ওন, স্পিকার নাবিহ ও পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা