সিরিয়াবিষয়ক চীনের বিশেষ দূত জি জিয়াওইয়ান বলেছেন, সিরিয়ার তেলক্ষেত্র রক্ষার নামে যুক্তরাষ্ট্র আরব এ দেশটিতে সেনা মোতায়েন রাখার চেষ্টা করছে।
তিনি প্রশ্ন করেন, কুক্তরাষ্ট্রকে কে এই অধিকার দিয়েছে? কে তাদেরকে সিরিয়ার তেলক্ষেত্র রক্ষার আমন্ত্রণ জানিয়েছে?
রাশিয়ার রাজধানী মস্কোতে বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনা বিশেষ দূত। তিনি বলেন, বিষয়টি একটু অন্যভাবে দেখা যায়; সিরিয়ার সেনাদেরকে কী আমেরিকা তাদের তেলক্ষেত্র রক্ষা করার অনুমতি দেবে?
সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করার ঘোষণা দিলেও গত অক্টোবর মাসে আমেরিকা সে সিদ্ধান্ত আবার পাল্টে ফেলে। সিরিয়ার তেল ক্ষত্র রক্ষার নামে আমেরিকা নতুন করে সিরিয়ায় সেনা পাঠিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা চলছে। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম