ইরানের সঙ্গে চরম উত্তেজনা প্রশমিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব উঠছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসে।
এরই মধ্যে রবিবার রাতে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যানসি পেলোসি এ বিষয়ে একটি চিঠি লিখেছেন।
চিঠিতে তিনি বলেছেন, কংগ্রেসে কোনও ধরনের আলোচনা ছাড়াই ইরান ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করা হোক।
তিনি আরও বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যা করার কারণে আমাদের নাগরিক ও কূটনীতিকদের বিপদগ্রস্ত করে ফেলেছে। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করা দরকার। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম