১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:০১

'অস্ট্রেলিয়ার ৭৫ শতাংশ লোক দাবানলে ক্ষতিগ্রস্ত'

অনলাইন ডেস্ক

'অস্ট্রেলিয়ার ৭৫ শতাংশ লোক দাবানলে ক্ষতিগ্রস্ত'

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটে অন্তত এক কোটি ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এক জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে প্রকাশ করা হয়েছে যে, পাঁচ মাসের ওই দাবানলে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি এবং হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শীর্ষস্থানীয় সমাজ গবেষক নিকোলাস বিডল বলেন, ‘প্রায় প্রত্যেক অস্ট্রেলিয়ান দাবানলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অনেকেই বছরের পর বছর এর ক্ষতিকর প্রভাব নিয়ে বেঁচে থাকবে।’

তিন হাজার লোকের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা যায়, ১৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয় তারা তাদের ঘরবাড়ি হারিয়েছে বা তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুবা তাদের পরিবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন জনিত খরা ও প্রতিকূল আবহাওয়ার প্রভাবই এই দাবানলের কারণ ঘটাচ্ছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর