গণতন্ত্রের স্বার্থে দেশে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ করছি, জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরাও প্রস্তুত।’
আজ শনিবার যাত্রাবাড়ী থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। গণতন্ত্র ব্যতিরেকে পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। সেটা মাথায় রেখেই আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে হবে। দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।’
বিডি প্রতিদিন/এমআই