ব্রিটেনের যুবরাজ হ্যারি ও তার স্ত্রী মেগানকে দেখা গেল লন্ডনের বৃষ্টিতে একসঙ্গে পথ হাঁটতে। গত জানুয়ারিতে তারা ঘোষণা করেছিলেন সাসেক্সের ডিউক ও ডাচেস ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধিত্ব আর করবেন না। এবার তারা ব্রিটেন ও উত্তর আমেরিকার মধ্যে নিজেদের সময় ভাগ করে নেবেন।
সেই ঘোষণার পরে অবশেষে তাদের দেখা গেল। দুজনে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে একই ছাতার নিচে আশ্রয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, ভিডিওতে দেখা গেছে এমনটাই। মেগানের পরনে ছিলো ভিক্টোরিয়া বেকহ্যামের তৈরি পোশাক। এদিকে হ্যারির পরনে ছিল স্যুট।
ছবিতে দেখা গেছে দম্পতি হাতে ছাতা ধরে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। ছবিটি জয় করেছে ইন্টারনেট। টুইটারে ফ্যানরা লাইক করার পাশাপাশি রিটুইটও করেছেন সেটি। তাদের এর আগের ছবির সঙ্গে শুরু হয়েছে তুলনা। প্রসঙ্গত, এর আগেও তাদের ছাতা হাতে একসঙ্গে দেখা গেছে। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/আল আমীন