শিরোনাম
৯ এপ্রিল, ২০২০ ১৬:১৯

লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল ওড়িশা

অনলাইন ডেস্ক

লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল ওড়িশা

করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের মেয়াদ বাড়াল ভারতের ওড়িশা রাজ্য। নবীন পট্টনায়েকের সরকার ঘোষণা করেছে, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হবে সেখানে। ওড়িশায় প্রথম রাজ্য, যেখানে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

৩০ এপ্রিল পর্যন্ত যেন ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ রাখা হয়, কেন্দ্রীয় সরকারের কাছে সেই আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। 

সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। কেন্দ্রকেও সেই একই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, 'গত এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে করোনাভাইরাস। জীবন আর একই রকম থাকবে না। এটা আমাদের সবাইকে অবশ্যই বুঝতে হবে এবং সবাই মিলে দৃঢ়ভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ত্যাগ ও ঈশ্বর জগন্নাথের আশীর্বাদে এই দিন কেটে যাবে।' 

এছাড়াও ১৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে ওড়িশার সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৭৮ জনের। ওড়িশায় এখন পর্যন্ত ৪২ জন করোনায় আক্রান্ত এবং দুই জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। আগামী ১৪ এপ্রিল মধ্য রাতে প্রথম দফার ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর