প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী চলছে লকডাউন। এর প্রভাব পড়েছে ভারতেও। দেশটিতে চলছে টানা ২১ দিনের লকডাউন।
ছেলের জন্য ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খবরের শিরোনাম হলেন এক বৃদ্ধ দম্পতি।
জানা গেছে, ভারতের বিমানবাহিনীর সদস্য কর্নেল নভজ্যোৎ সিং বল, ৩৯, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু দেশজুড়ে চলছে লকডাউন। ফলে ছেলের কাছে পৌঁছতে রীতিমতো ঘাম ঝড়াতে হল মা-বাবাকে। বেঙ্গালুরুতে থাকা সন্তানকে শেষবার দেখতে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন তারা।
ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন বয়স্ক বাবা-মা। ভেবে কূল পাননি কীভাবে গুরুগ্রাম থেকে বেঙ্গালুরুতে ছেলের কাছে পৌঁছাবেন। তাদের জন্য বিমান বাহিনীর বিমানেরও ব্যবস্থা করা সম্ভব হয়নি। তারপর ঠিক করেন, গাড়িতে সড়ক পথেই যাবেন। সেই মতোই শুক্রবার রওনা দেন তারা। শনিবার সন্ধ্যায় হয়তো ছেলের কাছে পৌঁছতে পারবেন তারা। ভারতীয় সেনার পক্ষ থেকে জানা যায়, কর্নেলের মৃতদেহ বিশেষ সেনা বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাতেই বিদায় জানানো হবে তাকে। যদিও অভিভাবকরা চেয়েছিলেন বেঙ্গালুরুতেই শেষকৃত্য সম্পন্ন হোক ছেলের।
লকডাউনের জন্য বাইরে বের হওয়ার উপর বাধানিষেধ জারি করা হয়েছে। এমন অবস্থায় এতখানি পথ অতিক্রম করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন ছিল। বৃহস্পতিবারই সেই ছাড়পত্র মেলে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও তাদের বিমানে উড়িয়ে আনার কোনও নির্দেশ ছিল না বিমান বাহিনীর কাছে। ফলে কষ্ট করে সড়কপথেই যেতে হচ্ছে তাদের।
ভারতীয় সেনার স্পেশ্যাল ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার মৃত্যুতে এভাবে ভোগান্তি হল মা-বাবার। যা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জার বলেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল। স্ত্রী ও দুই ছেলেকে রেখে চিরবিদায় নিলেন কর্নেল বল।
এর আগে শুক্রবার লকডাউনে আটকে পড়া ছেলে আনতে ১৪শ’ কিলোমিটার স্কুটার চালিয়ে খবরের শিরোনাম হন রাজিয়া বেগম নামের এক নারী। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/কালাম