যুক্তরাষ্ট্র ও তার যেসব মিত্র দেশ ইরাকের সাবেক শাসক সাদ্দামের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল তাদেরকে ওই অস্ত্রের হামলার সব দায় বহন করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের সাবেক বাথ সরকার ১৯৮৭ সালের ২৮ জুন ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর ‘সারদাশ্ত’-এ রাসায়নিক বোমা নিক্ষেপ করে। ভয়াবহ ওই হামলায় ১১০ বেসামরিক নাগরিক তাৎক্ষণিকভাবে নিহত হন এবং অন্তত আট হাজার মানুষ রাসায়নিক গ্যাসে আক্রান্ত হন। পরবর্তীতে এই আক্রান্ত মানুষদের অনেকে অসহনীয় যন্ত্রণা ভোগ করার পর মৃত্যুবরণ করেন।
এ সম্পর্কে তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেবিগনিউ ব্রেজিনিস্কির বক্তব্যের ভিডিও ক্লিপ তুলে ধরে তাখতে রাভানচি তার টুইটার বার্তায় লিখেছেন, ওই রাসায়নিক হামলার ৩৩ বছর পর এখনো সেই ক্ষত শুকায়নি। তিনি বলেন, রাসায়নিক হামলায় আক্রান্ত মানুষগুলো এখনো ধুঁকে ধুঁকে মারা যাচ্ছেন; বিশেষ করে সাম্প্রতিক সময়ে এদের মধ্যে যারা করোভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের অবস্থা শোচনীয় অবস্থায় পৌঁছে যাচ্ছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি ওই হামলার বার্ষিকী উপলক্ষে বলেন, ইরানের ‘সারদাশ্ত’ শহরে ইরাকের সাবেক শাসক সাদ্দামের ভয়াবহ রাসায়নিক বোমা হামলায় পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কথা ইরানি জনগণ কোনদিনও ভুলবে না।
বিডি প্রতিদিন/আরাফাত